শরীয়তপুরে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত
শরীয়তপুরে নতুন করে আরো চারজনের শরীরে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৯ জন করোনায় আক্রান্ত হলো। জেলায় করোনায় মৃত্যুবরণ করেছে দুজন।
নতুন আক্রান্ত চারজনের বাড়ি গোসাইরহাট উপজেলার ইদিলপুর ও আলাওলপুর ইউনিয়ন, সদর উপজেলার চিকন্দী ইউনিয়ন ও জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। চিকন্দী ইউনিয়নের ব্যক্তি সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। আজ আক্রান্ত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৮২১ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৭০৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আবদুর রশিদ। তিনি জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুমের ফোকালপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।