শরীয়তপুরে নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরে নসিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিনগত রাত ৯টার দিকে শরীয়তপুর সদর উপজেলার কানার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই তরুণ আহত হয়েছে।
নিহত রাফসান আহম্মেদ রাকিব (২২) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের নরকলিকাতা গ্রামের আব্দুল মান্নান হকের ছেলে। আহতরা হলেন—রায়হান সিকদার (২২) ও রায়হান দেওয়ান (২২)।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে শরীয়তপুর সদরে ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন রাকিবসহ তিন বন্ধু। কানার বাজার এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা নসিমনের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেলে থাকা তরুণ রাকিব, রায়হান সিকদার ও রায়হান দেওয়ান আহত হয়। স্থানীয়রা তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়। এছাড়া আহত রায়হান সিকদার ও রায়হান দেওয়ান চিকিৎসাধীন রয়েছেন।
তথ্যের সত্যতা এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।