শরীয়তপুরে বাসচাপায় নিহত ১
শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা এলাকায় বাসের চাপায় লাক্কু মাদবর (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (১৭ এপ্রিল) সকালে পদ্মা সেতুর সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাক্কু মাদবর জাজিরা উপজেলার পশ্চিম নাডোবা গ্রামের মালেক মাদবরের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। এ সময় বাসের নিচে আরও ৩ ব্যক্তি চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্র জানায়, আজ সকালে বসুমতি ট্রান্সপোটের একটি বাস ঢাকা থেকে গোপালগঞ্জের মোকসেদপুরে যাচ্ছিল। পদ্মা সেতুর টোল প্লাজা পেরিয়ে সার্ভিস সড়ক দিয়ে বাসটি পশ্চিম নাওডোবার জমাদ্দার মোড় এলাকায় আসে। সেখানে বাসে ওঠার জন্য ও যাত্রী পরিবহণ করার জন্য ভ্যান, অটোরিকশা নিয়ে চালকরা অপেক্ষা করছিলেন। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই লাক্কু মাদবর মারা যান। আর বাসের নিচে তিন পথচারী আটকে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ, শিবচর হাইওয়ে থানা পুলিশ ও জাজিরা শেখ রাসেল সেনানিবাসের সেনা সদস্যরা এসে উদ্ধার অভিযানে অংশ নেন। পরে সেনানিবাসের ক্রেন দিয়ে বাসটি সরিয়ে আটকেপড়া তিন পথচারীকে উদ্ধার করা হয়। এরপর তাঁদের শেখ রাসেল সেনানিবাসের ভেতরে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।