শরীয়তপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ১
শরীয়তপুর নড়িয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। গতকাল বুধবার রাতে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের সুরেশ্বর ভেদরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল ভূঁইয়া (৪০) ডিঙ্গামানিকের শাহাবুদ্দিন ভূঁইয়ার ছেলে। আহতের নাম লিটন। তাঁরা দুজন পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে জামাল ও লিটন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপরে আছড়ে পড়ে।
পরে স্থানীয়রা জামালকে উদ্ধার করে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।