শরীয়তপুরে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা, তিন যাত্রী নিহত
শরীয়তপুরের গোসাইরহাটে ঢাকা থেকে আসা স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চের সাথে ব্রিজের ধাক্কায় লঞ্চের ছাদের ওপরে থাকা পানির ট্যাংক পড়ে তিন যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
রোববার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাইক্কা সেতুর সঙ্গে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলো জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল। এতে হিরা ও রাব্বি নামে আরও দুজন মারাত্মক আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঢাকা থেকে স্বর্ণদ্বীপ প্লাস ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটের সাইক্ক্যা সেতুর সাথে ধাক্কা লাগে। এতে করে লঞ্চে থাকা পানির ট্যাংকি নিচে পড়ে যায়। এসময় নিচে শুয়ে থাকা যাত্রীদের গায়ে পড়ে। ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং দুজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় হাকিম আলী মিয়া বলেন, ভোরে আমি নামাজ পড়তে উঠি। হঠাৎ করে জোরে ব্রিজের সাথে কিছু একটা ধাক্কা লাগার শব্দ পাই। আমি দৌড়ে যাই। গিয়ে দেখি লঞ্চের সাথে ব্রিজের সানসেটের ধাক্কা লেগেছে। পরে লঞ্চ পাড়ে ভিড়লে ওপরে উঠে দেখি পানির ট্যাংকি নিচে পড়ে গেছে।
গোসাইরহাট থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি লঞ্চে থাকা পানির ট্যাংকি ফেটে নিচে পড়ে রয়েছে। আমরা টাংকির নিচে চাপা পড়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে তিনজন মারা গেছে। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।