শরীয়তপুরে স্ত্রীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরের সদর উপজেলায় খাদিজা আক্তার মধু (২০) নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামী এবাদুল মৃধাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান আজ সোমবার এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবাদুল হক (২৫) মৃধা উপজেলার ভাষানচর এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মির্জা হযরত আলী বলেন, ‘২০১৮ সালের ১৬ মে গৃহবধূ খাদিজা আক্তার মধুকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে। এ ঘটনায় মধুর মা বাদী হয়ে সাতজনকে আসামি করে পালং থানায় মামলা করেন। এরপর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত এবাদুলের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে সর্বোচ্চ সাজা দিয়েছেন।’
খাদিজার মা আমেনা বেগম বলেন, ‘যৌতুকের জন্য আমার মেয়ের স্বামী এবাদুল হক বিভিন্ন সময় চাপ দিত। সেই বছরের ৭ মে যৌতুকের জন্য আবারও চাপ দেয়। কিন্তু টাকা নিয়ে না গেলে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছিল। ১৬ মে জানতে পারি আমার মেয়েকে হত্যা করা হয়েছে।’