শরীয়তপুরের জাজিরায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২
শরীয়তপুরের জাজিরার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া কাচারিকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের দুই মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষে ফিরোজ সরদার নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রফিক সরদারের মৃত্যু হয়।
এ ঘটনায় উভয়পক্ষের সমর্থকরা অন্তত অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করে জাজিরা থানা পুলিশ। এ সময় অন্তত ১০ জন আহত হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশকিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জনিয়েছে পুলিশের এই কর্মকর্তা।