শরীয়তপুরে ফের মার্কেট বন্ধের ঘোষণা
মহামারি করোনাভাইরাসের ঝুঁকিতে শরীয়তপুর জেলার সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। আজ শনিবার বিকেলে জেলার করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল রোববার থেকে সবকিছু বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহেরের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শরীয়তপুর জেলার মার্কেটের পাশাপাশি বিভিন্ন বাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গণ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নভেল করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শরীয়তপুরে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় সুরক্ষার নিশ্চিত করতে না পারায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এ ছাড়া জনগণের সুবিধার্থে কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দোকানপাট সীমিত আকারে খোলা থাকবে এবং শুধুমাত্র ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের দোকান বন্ধ থাকবে।
এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের সব দোকানপাট। আসন্ন ঈদুল ফিতর এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মানার শর্তে গত ১০ মে সীমিত পরিসরে খোলার অনুমতি দেওয়া হয় মার্কেটসহ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে।