শরীয়তপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় তামিম মাদবর (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের মেলকারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা মোটরসাইকেলসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত তামিম মাদবর মেলকারকান্দি গ্রামের হজরত আলী মাদবরের ছেলে। সে স্থানীয় পালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে তামিম মাদবর খেলতে খেলতে মেলকারকান্দি গ্রামের সড়কে আসে। তখন শরীয়তপুর সদর উপজেলার বিলাসখান গ্রামের সোবাহান পেদার ছেলে শুভ পেদা (২৬) নড়িয়ার জপসা ইউনিয়নের মোল্যাকান্দি গ্রামের রাঢ়ী বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর মোটরসাইকেলে ধাক্কা লাগলে শিশু তামিম ঘটনাস্থলেই মারা যায়। পরে শুভ পেদা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বাঁশের ব্যারিকেট দিয়ে মোটরসাইকেলসহ তাঁকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তামিমের মৃত্যুর বিষয়ে স্থানীয়রা জানালে ঘটনাস্থলে যাই। মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।