শার্শায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কুতুবউদ্দিন নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
আজ শনিবার সন্ধ্যায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। রাত সাড়ে ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কুতুবউদ্দিন মারা যান।
নিহত কুতুবউদ্দিন (৪০) উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পোস্টার লাগানোকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য হবিবর রহমানের সঙ্গে তার চাচাতো ভাই ইউপি সদস্য প্রার্থী ইখতিয়ারের বাকবিতণ্ডা হয়। এ সময় আরেক পক্ষ এসে তাতে যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় এক পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের সমর্থকদের ওপর হামলা করে। হবিবর মেম্বার নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকুর সমর্থক এবং তার চাচাতো ভাই ইখতিয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের সমর্থক।
আহতদের যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে।
আগামীকাল রোববার এ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।