শাল্লার ঘটনার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নরসিংদী পৌরসভার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নরসিংদী জেলা ও মহানগর শাখা।
নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি বিজয় গোস্বামীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর অনীল ঘোষ, সদস্য সচিব সুব্রত কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অহিভূষণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী শহর হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তন্ময় দাস তনু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যারা স্বাধীনতাবিরোধী শক্তি তারাই সনাতন ধর্মের লোকজনের বাড়ি-ঘরে হামলা চালিয়েছে। তারা মন্দির ভাঙচুর ও লুটপাটের মতো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা আগেও পাকিস্তানের দালালি করেছে, আজকেও তারা আমাদের এই দেশকে পাকিস্তান-আফগানিস্তানের মতো বানানোর চেষ্টা করছে।
বক্তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় এর আগেও এমন ঘটনা ঘটেছে। তার একটিরও কোনো বিচার হয়নি। আগের ঘটনাগুলোর যদি সঠিকভাবে বিচার হতো তাহলে আজকে এমন ঘটনা ঘটত না।
এ ঘটনার সঠিক বিচার না হলে সনাতন ধর্মাবলম্বীরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের ডাক দেবে বলে জানান বক্তারা।