শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে হঠাৎ আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার সকাল ৯টা ৪০ মিনিটে একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। গ্যাসভিত্তিক এ উৎপাদন কেন্দ্রে আগুনের কুণ্ডলী দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মোতাহার হোসেন বলেন, ‘আজ সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির শাহজীবাজার ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এরপর ট্রান্সফরমারটিতে আগুন ধরে যায়। আগুনের কুণ্ডলী দেখে এলাকাবাসী কিছুটা আতঙ্কিত হন। তবে, এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কোনোটিরই ব্যাঘাত ঘটেনি।’
জিএম মো. মোতাহার হোসেন আরও বলেন, ‘দ্রুত আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কাজ করেছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।’