শিক্ষার্থীদের দক্ষ হয়ে ওঠার পরামর্শ শিক্ষা উপমন্ত্রীর
আগামী প্রজন্মকে কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি দক্ষতারও উন্নয়ন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নওফেল বলেছেন, ‘ফার্স্ট বয় হলেই যে চাকরি হবে, তা ঠিক নয়। শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য নানান ধরনের পেশার প্রতি এখন থেকে মনযোগী হতে হবে। বিদেশে মেধাবী শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে দক্ষতার জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তাই সরকার প্রতিটি উপজেলায় কারিগরি কলেজ প্রতিষ্ঠা করছে। পৃথিবীর সব সফল মানুষ নানা বিষয়ে অভিজ্ঞ।’
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শাব্বির ইকবাল, সচিব দিদারুল আলমও বক্তব্য দেন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘সরকার সারা দেশে ব্যাপক উন্নয়নকাজ করছে। আগামীতে আর রাস্তাঘাট, ব্রিজ এগুলোর জন্য তেমন বিনিয়োগ করতে হবে না। বিনিয়োগ হবে শিক্ষা আর স্বাস্থ্য খাতে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এক বছরের ব্যবধানে দেশের ৩০০টির বেশি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। যা দেশের জন্য মাইলফলক।’
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরের বাজেটের আওতায় জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ-মাদ্রাসার ২৭৪ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতি শিক্ষার্থীকে ১০ হাজার এবং কলেজ ও মাদ্রাসা পর্যায়ের প্রতি শিক্ষার্থীকে আট হাজার টাকা করে দেওয়া হবে। গত ১০ বছরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মোট পাঁচ হাজার ৫৩১ জনকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।