শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুকে পৌঁছে দিতে ভৈরবে ব্যতিক্রমী উদ্যোগ
মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুকে পৌঁছে দেওয়া এবং বঙ্গবন্ধুকে তাদের মননে স্থান করে দেওয়ার লক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে এনআরবিসি ব্যাংক ভৈরব বাজার উপশাখা।
আজ রোববার জাতীয় শোক দিবসে গতানুগতিক কর্মসূচি পালন না করে উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুরের ছনছাড়া এতিমখানা ও মাদ্রাসায় ৫০ শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশের পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্য গ্রাফিক নভেল ‘মুজিব’, দুপুরের খাবার, চকলেট ও ঠাণ্ডা পানীয় বিতরণ করা হয়।
এই অভিনব কর্মসূচির বিষয়ে এনআরবিসি ভৈরব বাজার উপশাখার ইনচার্জ রকিবুল হাসান সবুজ বলেন, ‘নতুন প্রজন্মের এই কোমলমতি শিশু শিক্ষার্থীরা যদি বঙ্গবন্ধুকে তাদের মননে নিয়ে জীবন গড়তে পারে, তবেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত হবে।’
এ সময় বঙ্গবন্ধুকে শিশু শিক্ষার্থীদের সামনে তুলে ধরে বক্তব্য দেন জামালপুর টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. মাহমুদা বেগম, সংস্কৃতিকর্মী খাইরুল ইসলাম সবুজ, এনআরবিসি ভৈরব বাজার উপশাখার ইনচার্জ রকিবুল হাসান সবুজ, কর্মকর্তা ইমদাদুল হক, ইমরুল কায়েস খান, তন্ময় সাহা প্রমুখ।