শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা অপরিহার্য : প্রধানমন্ত্রী
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা অপরিহার্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া উপস্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা একান্তভাবে অপরিহার্য। আমাদের যে নীতিমালা আছে, সেই নীতিমালার ভিত্তিতে আমরা করব, কিন্তু সব সময় সবার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে এবং বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানের ক্ষেত্রে যখন বিশ্ব এগিয়ে যায়, আমরা কোনোমতেই পিছিয়ে থাকতে পারি না। আমরা এ পর্যন্ত যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। যেসব এলাকায় স্কুল ছিল না, সেখানে স্কুল তৈরি করে দিচ্ছি। আমাদের নদী-নালা, খাল-বিলের দেশ, সেজন্য ছোট ছোট শিশুদের যোগাযোগ বা যাতায়াতের ব্যবস্থাটা বিবেচনা করেই কিন্তু আমরা বিভিন্ন এলাকায় স্কুল তৈরি করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাক্রম হতে হবে শিক্ষার্থীবান্ধব। শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান এবং পড়ালেখায় আকৃষ্ট করে তুলতে খেলাধুলার প্রতি উৎসাহিত করার তাগিদ দেন তিনি। এ সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।