শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নরসিংদীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে লুৎফর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার দুপুরে শহরের একটি ভাঙারি দোকানে এ ঘটনা ঘটে।
আটক লুৎফর রহমান জয়পুরহাট জেলার বাসিন্দা। তিনি নরসিংদী শহরে ভাঙারি ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শিশুটি চকলেট কেনার জন্য দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে শিশুটির মা ও স্বজনরা তাকে খুঁজতে বের হয়। তারা সড়কের পাশের ভাঙারি দোকানের গোডাউনে চিৎকার শুনতে পায়। এ সময় শিশুটিকে উদ্ধার করতে গেলে গোডাউনের সামনে দাঁড়ানো রাকিব, রনি ও রোকন নামের তিন বখাটে যুবক তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে স্থানীয়রা জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে গোডাউনের ভেতর থেকে ধর্ষণচেষ্টার সময় অভিযুক্ত লুৎফর রহমানকে আটকে রেখে শিশুটিকে উদ্ধার করা হয়। একপর্যায়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে লুৎফর রহমানকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত লুৎফর রহমানকে আটক করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’