শেরপুরে আন্তধর্মীয় সম্প্রীতি সম্মেলন
শেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো হয়। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন এক সঙ্গে মিলেমিশে থাকার জন্য।’
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়্যেদ এ জেড মুর্শেদ আলী, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ প্রমুখ।
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তধর্মীয় সংলাপে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, পুলিশ কর্মকর্তা, প্রশাসনের কর্তাব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।