শেরপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
শেরপুর সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামনু জানান, রবিবার সকাল পৌণে ৯টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার থেকে যাত্রী নিয়ে শেরপুর শহরে যাচ্ছিল। পথিমধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচরে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। গুরুতর আহত তিনজন বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তাৎক্ষণিক নিহতদের মধ্যে যাঁদের নাম জানা গেছে তাঁরা হলেন নালিতাবাড়ী উপজেলার বন্ধধারা গ্রামের ইউসূফ আলীর ছেলে অটোরিকশা চালক জবেদ আলী, রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের নায়েব আলীর ছেলে সেলিম ও একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম।
এই পুলিশ কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।