শেরপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতীতে নদীতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ শুক্রবার দুপুরে তাদের মরদেহ পাওয়া যায় মহারশী নদীতে।
নিহত শিশুরা হলো ব্রিজপাড় এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৮) ও নুরুল ইসলামের ছেলে মহিবুল্যাহ (৮)। তারা সম্পর্কে খালাতো ভাইবোন এবং মাদ্রাসার শিক্ষার্থী।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া স্থানীয়দের উদ্ধৃত করে জানান, আজ মাদ্রাসা বন্ধ থাকায় ওই দুই শিশু সকালে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তাদের সন্ধান করতে থাকেন স্বজনরা। এদিকে দুপুর আড়াইটার দিকে মহারশী নদীতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয় লোকজন। তাদের উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ওসি মনিরুল আলম ভূঁইয়া আরও জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।