শেরপুরে নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩২ ঘণ্টা পর মাদ্রাসাছাত্র তামিমের (৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, তামিম নালিতাবাড়ী পলাশীকুড়া বারমারী বাজার নুরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবার নাম মফিজ উদ্দিন।
পরিবারের বারাত দিয়ে ওসি জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে চেল্লাখালি নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় তামিম। এরপর থেকে নিখোঁজ হয় সে। তামিমের পরিবার অনেক খোঁজাখুঁজি করে নদীর ধারে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তের কাছে তার কাপড় দেখতে পায়। আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৩০ ফুটের অধিক গভীর সেই গর্ত থেকে তামিমের মরদেহ উদ্ধার করে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীতে গভীর গর্ত হওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।