শেরপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
শেরপুর জেলা সদরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শেরপুর-ঝিনাইগাতী সড়কের তাতালপুরে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়।
নিহতরা হলো ঝিনাইগাতী উপজেলার তিনানী এলাকার মো. রফিক (৪৫) এবং তাঁর ছেলে রাব্বি (১৪)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহতদের পরিচয়ও নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশাটি তিনানী থেকে শেরপুরের দিকে আসছিল। এ সময় শেরপুর থেকে তাতালপুরগামী ট্রাকটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যায়। আরেকজন শেরপুর সদর হাসপাতালে নিলে মারা যায়। গুরুতর আহতদের চিকিৎসা চলছে।
শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ বলেন, ‘মূলত তিনজনকেই আমরা মৃত পেয়েছি।’
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহমেদ বাদল জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে, কিন্তু চালককে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টা চলছে।