শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
শেরপুরে শ্রীবরদীতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত এবং আরোহী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকেলে শ্রীবরদী পৌর শহরের শেখদি মোড়ে। নিহত মুরাদ আলী শ্রীবরদী কলাকান্দা জামে মসজিদের ইমাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার জানান, শেরপুর-শ্রীবরদী মহাসড়কে শেখদি মোড়ে আজ বিকেলে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই কলাকান্দা জামে মসজিদের ইমাম মুরাদ আলী নিহত হন।
সিএনজি অটোরিকশার চালক পালিয়ে গেছেন।