শ্বশুরের বসতঘরে আগুন দিয়ে পলাতক, থানায় অভিযোগ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে শ্বশুরবাড়ি বেড়াতে এসে বসতঘরে আগুন লাগিয়ে জামাই পলিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ঘর, জিনিসপত্র ও শীতলপাটি তৈরির বেতি পুড়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামের হারাধন চন্দ্র দের বাড়িতে।
এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে থানায় স্ত্রী অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হারাধন চন্দ্রর মেয়ে কাজল দে জানান, গত পাঁচ বছর আগে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার তিতারকান্দি গ্রামের অমল চন্দ্র দাসের ছেলে অধির চন্দ্র দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি সাড়ে তিন বছরের ছেলে সন্তান রয়েছে। দুই বছর ধরে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করছে। গত ১০ এপ্রিল এক কাপড়ে তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁর স্বামী এসে বলে ছেলেকে নিতে এসেছেন। পরে তাঁর মা-বাবা জামাইকে আদরযত্ন করে বাসায় রাখেন আর বলেন কাল সকালে (আজ) আশপাশের মুরব্বি ও স্বজনদের নিয়ে বসে সমাধান করবেন। এরপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন তাঁরা। ভোরে তারা আশপাশের লোকজন ও স্বজনদের ডাকতে গেলে ফাঁকা ঘরে আগুন লাগিয়ে জামাই দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময তাঁকে অনেকে দেখেছে। এরপর সবাই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে।’
কাজল দে বলেন, ‘আমাদের পুড়ে মারার চিন্তা করেছিল সে। কিন্তু আমরা ঘরে ছিলাম না। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছি।’
সিরাজদীখান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক ফয়েজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’