শ্রীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিকের লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে আলমগীর হোসেন (৩০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ওই কারখানার নিচতলায় গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আশপাশে ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে অনেকেই আহত হন। আহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন এই সংখ্যা শতাধিক হতে পারে।
আহতদের মধ্যে রয়েছেন ওই কারখানার মো. টুটুল, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, অপারেটর আবির হোসেন, রোকনুজ্জামান, কর্মকর্তা ওয়াসিম আকরাম, ইসহাক, সুজা উদ্দিন, সিলভেস্টা, আশরাফুল, মনির ও আমিনুল। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতেরা স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসা নিচ্ছে।
জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক কর্মকর্তা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার হাইড্রোজেন পার অক্সাইড মেশিনে বিকট শব্দে একটা বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিয়ারাজ বলেন, ‘আগুন লাগার সংবাদে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকার আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা ও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।’