শ্রীবরদীতে ১০ দিনব্যাপী আনন্দ-উৎসবের উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলায় ১০ দিনব্যাপী আনন্দ-উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কেটে এ উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক ববির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা ছালাউদ্দিন ছালেম, স্থানীয় যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম রুপন প্রমুখ।
এ আনন্দ উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিচিত্রা অনুষ্ঠান, সঙ্গীত সন্ধ্যা, তারুণ্যের আড্ডা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোক ও ভিডিওচিত্র প্রদর্শন, ‘মুজিব বাইয়া যাওরে’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণী ইত্যাদি।