সন্দ্বীপে কালবৈশাখী ঝড়ে ডু্বল স্পিডবোট, কিশোরীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গিয়ে ডুবে যায়। এ ঘটনায় তানিয়া (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তানিয়ার ছোট বোনও নিখোঁজ রয়েছে। তবে, কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নৌপুলিশ ও কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের খোঁজেজ অভিযান চালাচ্ছে।
স্পিডবোট ডুবে যাওয়ার তথ্য নিশ্চিত করে গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার জানান, সীতাকুণ্ডের কুমিরাঘাট থেকে ছেড়ে আসা স্পিডবোটটি সন্দ্বীপের গুপ্তছাড়া ঘাটের কাছাকাছি গেলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কাত হয়ে ডুবে যায়।
স্পিড বোটে ২০ জনের মতো যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে তানিয়া নামের এক কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানিয়ার ছোট বোনও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধার করা হয়েছে বলে মো. আনোয়ার জানান।
চট্টগ্রামের কুমিরা নৌপুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ বলেন, ‘গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এখনও বিস্তারিত বলতে পারছি না। কেউ নিখোঁজ আছে কি না, তা খোঁজ নিচ্ছি। সেখানে নৌপুলিশ ও কোস্টগার্ড গেছে।’
কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, ‘সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট মিসিং আছে শুনে অভিযান চলছে। তবে, এ ঘটনায় কত জন নিখোঁজ আছে বা কত জনকে উদ্ধার করা হয়েছে, তা এখনও জানি না।’