সস্ত্রীক করোনায় আক্রান্ত বিরোধীদলীয় হুইপ মিসবাহ
সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ ধরা পড়লে তিন দিন আগে নমুনা পরীক্ষা করান তিনি ও তাঁর স্ত্রী। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে খবর পান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ জানিয়েছেন, এখন সুনামগঞ্জে করোনার নমুনা দিলে তিন দিন পর ফলাফল জানা যায়। তিন দিন আগে হালকা জ্বর-সর্দি হলে করোনা সন্দেহে পরীক্ষার জন্য নমুনা দেন তিনি ও তাঁর স্ত্রী। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন সাংসদ ফজলুর রহমান।
সাংসদ পীর ফজলুর রহমান আরও জানান, হালকা জ্বর-সর্দি থাকলেও শারীরিকভাবে অন্য কোনো জটিলতা নেই তাঁদের। স্ত্রী ও নিজের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।