সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন, সুনামগঞ্জে প্রতিবাদ
তাহিরপুর উপজেলায় কামাল হোসেন নামের এক স্থানীয় সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের আলফাত উদ্দিন স্কয়ারে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, কার্যকরী সদস্য অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহীন প্রমুখ।
সাংবাদিক কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মানববন্ধনে তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন বস্তুনিষ্ঠ খবরের জন্য সংবাদকর্মীদের বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু বর্তমান সময়ে কিছু অসাধু ব্যক্তি তাদের টার্গেট করে হামলা চালায়। গতকালের ঘটনা তারই প্রমাণ। তাই প্রশাসন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে তারা আর সাহস পাবে না। এখন সময় এসেছে কর্মরত সব সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।
গতকাল সোমবার দুপুরে উপজেলার জাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের জন্য ছবি নিতে গিয়েছিলেন সাংবাদিক কামাল হোসেন। কাজ শেষে তিনি এলাকার একটি দোকানে বসে অন্যদের সঙ্গে কথা বলছিলেন। তখন ঘাগটিয়া গ্রামের মাহমুদুল ইসলাম, দীন ইসলাম ও রইস উদ্দিন গিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে। পরে তাঁকে ধরে এনে বাজারের একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। এরপর তাঁকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।