সাংবাদিক পিপুলের মায়ের রুহের মাগফিরাত চেয়ে দোয়া অনুষ্ঠিত
এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুলের মায়ের রুহের মাগফিরাত চেয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার বাসভবনে এই দোয়া অনুষ্ঠিত হয়। জান্নাতুল মাওলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন অর রশিদ দোয়া পরিচালনা করেন।
আহমেদ পিপুল তাঁর মায়ের রুহের শান্তি কামনায় উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন। দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলাসহ রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত শনিবার এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুলের মা আইনুর নাহার ইন্তেকাল করেন।