সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ২
সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মো. ফয়সাল (২৬) ও মো. সজীব (২৩) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। জেলার দেবনগর এলাকায় আজ মঙ্গলবার ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল ও সজীব সদরের নলকূড়া ও মথুরাপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন জানান, ‘ইটভাটার শ্রমিক ফয়সাল আজ দুপুরে কাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ফয়সাল মারা যান। এসময় ট্রাকটি আরও একজনকে ধাক্কা দিয়ে আহত করে। তাঁর নাম সজীব। তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত করার জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’