সাতক্ষীরায় নির্বাচনি সহিংসতায় আহত ২৫
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ ঘটে। পরে সংঘর্ষ থামাতে পুরো এলাকায় অভিযান চালায় পুলিশ।
ঈশ্বরীপুর ইউপির বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট আব্দুস শোকরের অভিযোগ, গতকাল রাত ৮টার দিকে বংশীপুর এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সাদেমের সমর্থকেরা ৩০ থেকে ৪০টি মোটরসাইকেল নিয়ে তাঁর কর্মীদের ধাওয়া করে। পুলিশের হস্তক্ষেপে আওয়ামী লীগের সমর্থকেরা দলীয় কার্যালয়ে ফিরে যান। এর কিছুক্ষণ পর আবারও সাদেকুর রহমান সাদেমের সমর্থকেরা ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। তাঁদের সবাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর কামাল বলেন, ‘সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা উত্তেজনা নিরসনে সব মহলের সহযোগিতা কামনা করেছি। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’