সাতক্ষীরায় বাসের ধাক্কায় নারী নিহত
সাতক্ষীরায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম তাসলিমা বেগম (৫২)। আজ শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা বেগম সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকার গোপীনাথপুর গ্রামের মুজিবর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহত তাসলিমার ছেলে ইস্রাফিল গাজী জানান, শহরের চৌরঙ্গী মোড়ে চায়না বাংলা হাসপাতালের সামনে তার মা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক বাস ও চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’