সাতক্ষীরায় বিদ্যুতের তারে জড়িয়ে ইউপি সদস্যের মৃত্যু
সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুতের তারে জড়িয়ে চন্দ্রকান্ত মন্ডল (৩৩) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত চন্দ্রকান্ড মন্ডল বড়দল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
নিহত ব্যক্তির বড়ভাই হীরক চন্দ্র মন্ডল জানান, চন্দ্রকান্ত গতকাল রাতে সরিষা ক্ষেতে পানি দিতে যাচ্ছিলেন। এ সময় মোটরের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক তার মাটিতে পড়েছিল। অন্ধকারে চন্দ্রকান্ত দেখতে না পেয়ে তারে পা দিয়ে ফেলেন। পরে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আশাশুনির বড়দল ইউনিয়নের চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, ‘আমি রাতেই ঘটনাটি শুনেছি। নিহত চন্দ্রকান্ত দুই ছেলের পিতা ছিলেন। ঘটনাটি খুবই দুঃখজনক।’
আশাশুনি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘ইউপি সদস্যের মরদেহ ৮০ শতাংশ পুড়ে গেছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে না। এ বিষয়ে আশাশুনি থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’