সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার
সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাতক্ষীরা সীমান্তে ঘোরাঘুরির সময় আব্দুর রহমান (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে সেনা সদস্যদের ব্যবহৃত পোশাক, শোল্ডার প্লেট, নেমপ্লেট এবং একটি ভুয়া পরিচয়পত্র।
গতকাল বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দমদমা বাজারের কাছে একটি শ্মশানের পাশ থেকে আব্দুর রহমানকে আটক করা হয়। তাঁর বাড়ি আশাশুনি উপজেলার পুঁইজ্বালা গ্রামে।
র্যাব ৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি পহন চাকমা জানান, গোপন খবর পেয়ে র্যাবের একটি দল দমদমা বাজারে শ্মশানের কাছ থেকে আব্দুর রহমানকে হাতেনাতে আটক করে। এ সময় সেনাবাহিনীতে ব্যবহৃত নানা ধরনের সরঞ্জামও জব্দ করা হয়।
এএসপি পহন চাকমা আরও জানান, ‘আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-৬-এর সাতক্ষীরা অফিসে নেওয়া হয়। পরে তাঁকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়।
আব্দুর রহমানের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।