সাতক্ষীরা সীমান্তে ২৬ কেজি রুপার গহনাসহ গ্রেপ্তার ২
ভারত থেকে বাংলাদেশে চোরাই পথে পাচার হওয়া ২৬ কেজি রুপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাতে কলারোয়া উপজেলার সীমান্তগ্রাম বোয়ালিয়ায় অভিযান চালিয়ে রুপার গহনাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকরা হলেন মো. শহীদ হোসেন (২২) ও বেলাল হোসেন(২৫)। বিজিবি তাদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে গ্রেপ্তার করে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ঝাউডাঙা বিওপির নায়েক প্রশান্ত কুমারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বোয়ালিয়া গ্রামে এই অভিযান চালায়। এ সময় ২৬ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ দুজনকে গ্রেপ্তার করে কলারোয়া থানায় সোপর্দ করা হয়। জব্দকৃত রুপার গহনার দাম ৩৪ লাখ টাকারও বেশি।
এ ব্যাপারে কলারোয়া থানায় চোরাচালান আইনে একটি মামলা করা হয়েছে।