সাভারের মহাসড়কের পাশে মিলল বৃদ্ধের মরদেহ
সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশ থেকে ষাট বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মড়াগাং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের পাশে অজ্ঞাত ওই বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহ দেখে স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেয়। পরে তা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ শেখ জানান, বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।