সাভারে পাঁচ বছরের শিশু উদ্ধার
সাভারের পূর্ণিমা নামের পাঁচ বছরের একটি শিশু পাওয়া গেছে। আজ রোববার সকালে সাভারের তারাপুর এলাকা থেকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। শিশুটি নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারে না।
পুলিশ বলছে, তারাপুর এলাকায় শিশুটি ঘোরাফেরা করে কান্নাকাটি করলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেন। শিশুটির পরিবার ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছে সাভার মডেল থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ‘শিশুটির পরিবারের সদস্যদের খুঁজে পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।’