সাভারে মাদক ব্যবসার জেরে বৃদ্ধকে হত্যা, যুবক পলাতক
সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসার জেরে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী ভাড়াটিয়া এক যুবক পলাতক রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকার হাজী লাল মিয়া মসজিদের সামনে লতিফ ভাণ্ডারীর ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাতে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৬০)। তাঁর গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার ষাটভিটা এলাকায়। তিনি স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। পুলিশের দাবি, জয়নাল গাঁজার ব্যবসা করতেন। এ ঘটনায় নিহতের ছেলে আবু তালেব (২৫) মামলা করেছেন। তবে পলাতক তরুণের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, জয়নাল আবেদীন ও ওই যুবক পাশাপাশি ভাড়া থাকতেন। জয়নাল আবেদীন ওই যুবকের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। কিন্তু টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করেন তিনি।
পুলিশ জানিয়েছে, টাকার জন্য চাপ দিলে গাঁজা বিক্রির কথা ফাঁস করে দিয়ে যুবককে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন জয়নাল। ধারণা করা হচ্ছে, ধারের টাকা না পেয়ে সুযোগ বুঝে শুক্রবার বিকেলে কোনো একসময় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে জয়নালকে হত্যা করা হয়। এরপর থেকেই ভাড়াটিয়া প্রতিবেশী ওই যুবক পলাতক রয়েছেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাসিব বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপরদিকে আশুলিয়ার দিয়াখালি, বিশমাইল ও সাভারের হেমায়েতপুর থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দিয়াখালি এলাকার ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশে। আর বিশমাইল ও হেমায়েতপুর এলাকার দুই যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।