‘সামনের সারিতে বসা নিয়ে’ ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ৬
নরসিংদীতে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। এ ছাড়া পণ্ড হয়ে যায় দেশব্যাপী লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ডাকা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপির চিনিসপুর কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনির বক্তব্যের পরই ছাত্রদলের একাংশের কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, ওই সংঘর্ষে ছাত্রদলের ছয় কর্মী আহত হন। পরে কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে সংঘর্ষের পর নিরাপত্তার স্বার্থে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, যুগ্ম আহ্বায়ক এ কে এম গোলাম কবির কামাল, আকবর হোসেন, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।