সার কিনতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার
সরকার আগামী বছর সার কিনতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষি উৎপাদন বিষয়ে ঝুঁকি এড়াতে কৃষকের জন্য এ ভর্তুকি দেওয়া হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় খাদ্যমন্ত্রী আগামী আমন মৌসুমে খোলা বাজার থেকে ধান ও চাল কেনার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথাও জানান।
কৃষিমন্ত্রী বলেন, ‘সার কিনতে গত পাঁচ বছর যেটা আট হাজার কোটি টাকা করে আমরা ভর্তুকি দিয়ে আসছিলাম, সেটা গত অর্থবছর দিয়েছি ২৮ হাজার কোটি টাকা। এবার আমাদের দিতে হবে ৪৬ হাজার কোটি টাকা। কৃষির উৎপাদনটাকে আমাদের দীর্ঘস্থায়ী করতে হবে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের সারের কোনো সংকট হবে না। কাজেই প্রকৃতি যদি আমাদের সহায়ক থাকে, বোরোতেও কোনো ঝুঁকি হবে না। এ মুহূর্তে দেশে পরিমাণের বেশি সার আছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের দুই কোটি টন বা তার চেয়েও বেশি বোরো হয় উৎপাদন। আর আমন হয় প্রায় এক কোটি ৫০ থেকে ৬০ লাখ টন। এ বছর শ্রাবণ মাসে একদিন বৃষ্টি হয়েছে।’