সাড়ে ১২ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিলেন পানিসম্পদ উপমন্ত্রী
শরীয়তপুরে করোনা প্রতিরোধে ঘরে বন্দি কর্মহীন সাড়ে ১২ হাজার দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত ‘বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন’ ও মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আজ রোববার দুপুরে জেলার নড়িয়ার মুলফৎগঞ্জ এলাকায় এ ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উপমন্ত্রী বলেন, ‘এ ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে। অপরদিকে সরকারের পক্ষ থেকেও আলাদাভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম করা হচ্ছে।’
ব্যক্তিগত ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গত ২৬ মার্চ থেকে চলাফেরা বন্ধ করে সাধারণ মানুষকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে চারদিন ধরে প্রতিদিন খেটে খাওয়া মানুষ ঘরে বন্দি রয়েছে। ফলে তাদের খাদ্য সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় বাংলাদেশ সরকারের নির্দেশে দুঃস্থদের তালিকা করে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
উপমন্ত্রীর ব্যক্তি উদ্যোগেও নড়িয়া, সখিপুরের ২৫টি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় সাড়ে ১২ হাজার পরিবারকে এ ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।
প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবণ, একটি মাস্ক ও একটি করে সাবান দেওয়া হয়।
সংকট চলাকালীন এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।