সিংড়ায় এক দিনে ১০০ মোবাইল চুরির জিডির আবেদন
এক দিনে ১০০ সাধারণ ডায়েরির (জিডি) আবেদন পড়েছে থানায়। তবে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জিডি রেকর্ড করা হয়েছে ৩০টি। ঘটনাটি নাটোরের সিংড়া থানার।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী জানান, কিছুক্ষণ পর পরই তাঁর কাছে অভিযোগের ফোন আসছে। আর এ অভিযোগের সবগুলোই মোবাইল হারানোর।
ওসি জানান, বুধবার সিংড়া কোর্ট মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে রাতের আয়োজন ছিল সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজের একক কনসার্ট। আর সেই কনসার্ট দেখতে কানায় কানায় ভরে ওঠে কোর্ট মাঠ। গানের সঙ্গে বিভিন্ন বয়সের মানুষের চলে উন্মুক্ত নাচ। অনুষ্ঠান শেষে একরাশ তৃপ্তি নিয়ে বাড়ি ফেরার পথে অনেকেই পকেট হাতিয়ে দেখেন তাদের মোবাইল ফোনটি গায়েব। মুহূর্তেই সব আনন্দ হতাশায় পরিণত হয়। তাদের খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের দ্বারস্থ হতে থাকে একের পর এক। পুলিশের পরামর্শে অন্তত ৩০ ব্যক্তি থানায় লিখিত জিডি করেন।
মোবাইল ফোনগুলো পড়ে গিয়ে হারিয়েছে নাকি চুরি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি নূর এ আলম।