সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা পর চলাচল শুরু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইঞ্জিন বিকল হওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনটি সরিয়ে নেওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আটকে থাকা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া উপজেলার লাহিড়ি মোহনপুর স্টেশন থেকে ঢাকার দিকে ছেড়ে গেছে।
আজ রোববার ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে দুপুর ১টায় জেলার উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ও লাহিড়ি মোহনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ৩২ নম্বর ব্রিজ এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সিরাজগঞ্জ বাজারের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী রংপুর এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ও লাহিড়ি মোহনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ৩২ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে আজ দুপুর ১টার দিকে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে লাহিড়ি মোহনপুর রেলওয়ে স্টেশনে আটকে পড়া ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাহায্যে বিকল হওয়া ট্রেনটি সরিয়ে উল্লাপাড়া স্টেশনের দুই নম্বর লাইনে রাখা হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।’