সিরাজগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেল দুই কৃষকের
বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন দুই কৃষক। হঠাৎ করেই শুরু হয় ঝড়-বৃষ্টি ও বজ্রপাত। আর বজ্রপাতই কাল হয়ে দাঁড়াল ওই দুই কৃষকের। প্রাকৃতিক এই দুর্যোগে মারা গেছেন তারা। ঘটনাটি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের।
আজ শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন—বাগডুমুর গ্রামের নাছির শেখের ছেলে আব্দুল মালেক (৭০) ও একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে সোলাইমান শেখ (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস।
পুলিশের এই পরিদর্শক বলেন, ‘বাগডুমুর গ্রামের কৃষক মালেক ও সোলাইমান বাড়ির পাশের একটি জমিতে ধান কাটছিলেন। এ সময় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শুরু হয়। বজ্রাঘাতে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই দুই কৃষক মারা গেছেন।’