সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ৩৫ হাজার পরিবার
উজানের পানিবৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং যমুনার পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলা পয়েন্টে পানি ১৯ সেন্টিমিটার বেড়েছে। এতে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, স্কুল, মসজিদ ও মাদ্রাসা। এর ফলে পানিবন্দি হয়ে পড়েছে জেলার ৩৫ হাজার পরিবারের প্রায় পৌনে দুই লাখ মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনার পানি ১৯ সেন্টিমিটার বেড়েছে। জেলা পয়েন্টে পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার এবং কাজীপুরে ১১৯ সেন্টিমিটার উপরে রয়েছে।
অন্যদিকে, যমুনার পানি বাড়ায় কাজীপুর, শাহজাদপুর ও চৌহালীতে ভাঙন বেড়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুর রহিম জানান, গত কয়েকদিনে জেলার ৩৫ হাজার পরিবারের প্রায় পৌনে দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বেশিরভাগই নিজেরা উদ্যোগী হয়ে পাশের উঁচু স্থান ও বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, ত্রাণ দপ্তর থেকে ৪০০ মেট্রিকটন চাল, দুই লাখ টাকার শিশুখাদ্য, দুই লাখ টাকার গো-খাদ্য ও চার হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে জেলার বন্যাদুর্গত এলাকার জন্য ১৪২ মেট্রিকটন চাল ও দুই লাখ ৫৪ হাজার করে টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ১৭৯টি আশ্রয়কেন্দ্র ও ৩০টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। যে কোনো পরিস্থিতিতে দুর্গতদের আশ্রয়কেন্দ্রে আনতে উপজেলা কমিটিগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।