সিরাজগঞ্জে মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে যানজট কিছুটা কমলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট তীব্র হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন চালকসহ যাত্রীরা।
নলকা সেতুকে কেন্দ্র করে এই যানজট হাটিকুমরুল গোলচত্বর থেকে পূর্বদিকের কড্ডার মোড় পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার নলকা সেতুর দুপাশের সড়কে খানাখন্দ থাকায় যানজটের সূত্রপাত হয়। সন্ধ্যার পর থেমে থেমে যানজট থাকলেও রাতে তীব্র আকার ধারণ করে। পরে যানজট ৩০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। বর্তমানে ১৫ কিলোমিটার যানজট রয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ নলকা সেতুকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিনভর যানজটের কবলে ছিল এই মহাসড়ক। আজ বুধবার সকালে চাপ কিছুটা কমলেও সকাল ১০টার পর থেকে যানজট বাড়ছে।’
সিরাজগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান সালেক বলেন, ‘উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে নলকা এলাকা পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। নলকা জরাজীর্ণ সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই রাস্তায় গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে না। এ কারণে একটু পরপরই ধীরগতি ও থেমে থেমে যানজটের তৈরি হয়। তবে যানজট যেন না থাকে, সে জন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে।’