সিরাজগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম নার্গিস খাতুন। তিনি রায়গঞ্জ উপজেলার নিমগাছি বিলেরপাড় গ্রামে তাঁর স্বামী রেজাউল করিমের সঙ্গে থাকতেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বিলের পাড় গ্রামের রেজাউল করিম প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। আজ শনিবার সকালে বাজারে চা পান করে বাড়ি ফিরে নার্গিসকে ব্যাপক মারধর করেন। পরে গুরুতর আহত হন নার্গিস।’
ওসি শহিদুল বলেন, ‘প্রতিবেশীরা আহত নার্গিসকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর তাঁর স্বামীকে আটক করে।’
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।