সিরাজগঞ্জে হেরোইন রাখার অপরাধে যাবজ্জীবন
সিরাজগঞ্জে হেরোইন রাখার অপরাধে শফিকুল ইসলাম মন্টু (৪৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে এই রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম মন্টু সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।
মামলাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ মার্চ সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়ায় শফিকুল ইসলাম মন্টুর বাড়িতে হেরোইন কেনাবেচার খবর পায় র্যাব-১২। তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে শফিকুল পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে ধাওয়া করে আটক করা হয়।
পরে মন্টুর শরীর তল্লাশি করে ৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের উপ-পরিদর্শক দিপক চন্দ্র নাথ বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় ১১ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালত মন্টুকে যাবজ্জীবন দেন আদালত।