সুনামগঞ্জে একদিনে করোনা শনাক্তের রেকর্ড
সীমান্ত জেলা সুনামগঞ্জ সব সময় ঝুঁকিপূর্ণ ছিল। তাই জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন সব সময় সতর্ক অবস্থানে ছিল। তবুও গত আট মাসের মধ্যে আজ মঙ্গলবার সর্বোচ্চ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
সুনামগঞ্জে আজ ১৬৪টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫৬ জনের। এর মধ্যে পিসিআর ল্যাবে ১০১টি নমুনার মধ্যে ৩২ জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ৬৩ জনের মধ্যে ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ১৫ শতাংশ।
স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা বলেছেন, মাঝখানে নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ কমে গিয়েছিল। একইভাবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এক ধরনের উপেক্ষা ও অবহেলা লক্ষ্য করা গেছে। এখন দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় মানুষ আবার নমুনা পরীক্ষায় আগ্রহী হচ্ছে।
সুনামগঞ্জে গত বছরের ৩০ মার্চ থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ হচ্ছে। প্রথমে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হতো। এখন পাঠানো হয় সিলেটে।
এ ছাড়া বর্তমানে সুনামগঞ্জে অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। এখন অ্যান্টিজেন পরীক্ষায় যেগুলো নেগেটিভ আসে সেগুলো পাঠানো হয় সিলেটের পিসিআর ল্যাবে। আজ মঙ্গলবার পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনার নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে ২০ হাজার ২৬৮টি। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে তিন হাজার ১৩৩ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই হাজার ৮৪৮ জন। মারা গেছে ৩৪ জন। বর্তমানে আইসোলেশনে আছে ২৫১ জন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, ‘সীমান্ত জেলা হিসেবে সুনামগঞ্জ সব সময় একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিল। জেলা স্বাস্থ্য বিভাগ মানুষকে সচেতন ও সকর্ত করতে চেষ্টা করেছে। এখনো সব কার্যক্রম অব্যাহত আছে। সুনামগঞ্জে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ছে। আজ ৫৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এই সংখ্যাটি গত আট মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। তবে পরীক্ষার তুলনায় আক্রান্তের হার সুনামগঞ্জে এখনো কম।