সুনামগঞ্জে ঝড়ে বিদ্যুতের খুঁটি রাস্তায় ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ
সুনামগঞ্জের বড়ঘাটে ঝড়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নির্মাণাধীন ৩৩ কেভি লাইনের ১১টি খুঁটি ভেঙে পড়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে বিদ্যুতের খুঁটি সড়কে পড়ায় সুনামগঞ্জের সঙ্গে জামালগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানায়, শহরতলীর বড়ঘাট এলাকায় ঝড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সময় রাস্তার পাশে নির্মাণাধীন ৩৩ কেভি পল্লী বিদ্যুতের লাইনের ১১টি খুঁটি ভেঙে রাস্তায় পড়ে। তবে রাস্তার পাশে কোনো ঘরবাড়ি না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি। সড়কের ওপর খুঁটি ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, খুঁটি বসানোর কাজে পল্লী বিদ্যুতের গাফিলতি থাকায় এমন ঘটনা ঘটেছে।
এদিকে সকাল থেকে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
বড়ঘাট এলাকার বাসিন্দা আমিনুল হক জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাজের গাফিলতির কারণে আজকে তাদের নির্মাণাধীন ১১টি খুঁটি ভেঙে রাস্তায় পড়েছে। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। যদি দিনে ওই ঝড় হতো তাহলে রাস্তায় থাকা অনেক মানুষের ক্ষতি হতো।
জগাইর গ্রামের রফিক মিয়া বলেন, রাস্তার এক পাশে অনেক বাড়িঘর, অপরপাশে হাওরের ধান। যদি খুঁটিগুলো ভেঙে বাড়ির ওপর পড়ত তাহলে অনেক মানুষ হতাহত হতো।
সুনামগঞ্জের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন ভুইয়া জানান, সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে ৩৩ কেভি নতুন বিদ্যুৎ লাইনের কাজ চলছে। গতকাল রাতে ঝড়ে নির্মাণাধীন ১১টি খুঁটি ভেঙে রাস্তায় পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
তিনি জানান, আজকের মধ্যে রাস্তা থেকে সব খুঁটি সরিয়ে নেওয়া হবে।